৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

আপনি কি ৫০ হাজার টাকা নিয়ে নতুন ব্যবসা শুরু করব ভাবছেন,তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন।আজকে আমরা এই ব্লগে আলোচনা করব কিভাবে ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া করা সম্ভব। আপনি ভাবতে পারেন, এত কম পুঁজিতে কি করে লাভজনক ব্যবসা শুরু করা যায়, তবে বিশ্বাস করুন, এটা সম্ভব। চাকরির পিছনে না ছুটে নিজের বুদ্ধি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কম পুঁজিতে লাভজনক ব্যবসা করা সম্ভব। আজকে আমরা কিছু সহজ ও কার্যকারী লাভজনক ব্যবসা নিয়ে আলোচনা করব, যা ৫০ হাজার টাকাতে শুরু করা যায়।

আমি আপনাকে  কিছু ব্যবসা আইডিয়া দেব, যা এ অংকে আপনি শুরু করতে পারেন। অনেকের কাছে কম পুজি নিয়ে ব্যবসা করা কঠিন মনে হতে পারে, তবে আমি বলব সঠিক আইডিয়া সঠিক পরিকল্পনা থাকলে ৫০ হাজার টাকা নিয়ে আপনি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন।

পোস্ট সূচিপত্রঃ ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

১।অনলাইন দোকান

আপনি ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন।যদি আপনি ফ্যাশন, হেলথ এবং বিউটিশিয়ান অথবা হোম ডেকোরেশন আইটেমে আগ্রহি হন,অনলাইনে দোকান শুরু করা লাভজনক হতে পারে। এজন্য আপনাকে ওয়েবসাইট বানাতে হবে। প্রথমদিকে ওয়েবসাইট না বানিয়েও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে পণ্য বিক্রি শুরু করতে পারেন। যেমন, ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুকে পেজ খুলে পণ্যের ছবি তুলে পোস্ট করে এবং ইউটিউবে ভিডিও পাবলিশ করে পণ্য বিক্রি করতে পারেন।

২।ব্লগিং-Bloging

যদি আপনার লিখার দক্ষতা থাকে, এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকে, তবে ব্লগিং হতে পারে আপনার জন্য সেরা ব্যবসায়িক আইডিয়া। ব্লগ শুরু করার জন্য প্রথম দিকে ইনভেসমেন্ট রয়েছে,যেমন আপনার
একটা ওয়েবসাইট লাগবে।ওয়েবসাইটের বানানোর জন্য ডমেইন হোস্টিং এবং লেখালেখির সময় চাই।ব্লগের মাধ্যমে বিজ্ঞাপন, এফফিলিয়েট মার্কেটিং ও পণ্য বিক্রি করে আয় শুরু করতে পারেন

৩।ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য ৫০হাজার টাকা দিয়ে কিছু সরঞ্জাম ক্যামেরা, সফটওয়্যার ও মার্কেটিং এর খরচ দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। ইভেন্ট, বিয়ের ভিডিও ও প্রোডাক্ট এর ফটোগ্রাফির জন্য দারুন হতে পারে। আপনি ক্যামেরা দিয়ে ভিডিও বানিয়ে কনটেন্ট তৈরি করে ফেসবুক পেজ ও ইউটিউব থেকে ইনকাম করতে পারেন।

৪।টিউশন ক্লাস

৫০ হাজার টাকার মধ্যে একটি ছোট্ট টিউশন ক্লাস শুরু করতে পারেন।আপনি যদি কোন বিষয়ের উপর পারদর্শী হন যেমন,ইংরেজি,গণিত এর ওপর দক্ষতা থাকে তাহলে স্থানীয়দের টিউশন দেওয়া শুরু করতে পারেন।এর জন্য শুধু দরকার পড়ানোর অভিজ্ঞতা,আর কিছু বই পত্র। এটা সহজে আপনার জন্য লাভজনক হতে পারে।

৫।ডিজিটাল মার্কেটিং এজেন্সি

ডিজিটাল মার্কেটিং এ আপনার কিছু অভিজ্ঞতা থাকলে ৫০হাজার টাকা দিয়ে এজেন্সি শুরু করতে পারেন। অধিকাংশ ব্যবসা অনলাইনে,তাদের উপস্থিতি বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটারদের হায়ার করে থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং,এসইও,ফেসবুক হেড প্রেজ প্রমোট বা বুস্ট ইত্যাদি কাজ করার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারেন।

৬।অনলাইন মার্কেটপ্লেস

আপনি যদি একটি ভালো মার্কেটপ্লেস তৈরি করতে,পারেন যেখানে অন্যরা তাদের পণ্য বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে এটি একটি ব্যবসা হতে পারে। এর জন্য ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট কে দিয়ে একটি ওয়েবসাইট বানাতে হবে যা ৫০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে।

৭।বিউটি সেলুন

বিউটি সেলুনখোলা বর্তমানে জনপ্রিয় ও লাভজনক ব্যবসা হতে পারে। যদি আপনি বা আপনার কেউ বিউটিশিয়ানে দক্ষ হয়, তবে আপনি ৫০ হাজার টাকার মধ্যে একটি ছোট বিউটি সেলুন খোলার সিদ্ধান্ত নিতে পারেন। সেলুনের জন্য কিছু প্রয়োজনীয় সরঞ্জাম ও জায়গা প্রয়োজন হবে। গ্রাহক বাড়ানোর জন্য ছোটখাটো প্রমোশন ও সেবা দেওয়া প্রয়োজন হবে।

৮।ফুড ডেলিভারি সার্ভিস

এখনকার দিনে শহরেরএর প্রতিটি গলিতে খাবার পৌঁছানো সহজ হয়ে উঠেছে। আপনি ৫০ হাজার টাকার মধ্যে একটি ছোট ফুড ডেলিভারি সার্ভিস খুলতে পারেন। এর জন্য আপনার দরকার হবে  সাইকেল বা মোটরসাইকেল(যদি লাগে) একটি মোবাইল ফোন,এবং শহরের কিছু হোমমেড খাবার প্রস্তুতকারকদের সাথে চুক্তি। শহরের মধ্যে এ ব্যবসাটি অনেক লাভজনক হতে পারে।

৯।হ্যান্ডমেড পণ্য বিক্রি

আপনার নিজের হাতের কাজগুলি যদি ভাল হয় যেমন,গহনা,কসমেটিক ও হোম ডেকোরেশন আইটেম বিক্রি করতে পারেন। এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে, খুবই কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। হোমমেড খাবার বানিয়ে খুব সহজেই আপনি ফুডপান্ডার গ্রাহকদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে আয় করতে পারেন।

১০।ইভেন্ট ম্যানেজমেন্ট

সর্বপূজির মধ্যে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন। কারণ শহরে ইভেন্ট ম্যানেজমেন্টের চাহিদা অনেক বেশি।৫০ হাজার টাকার মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের প্রোগ্রামে, জন্মদিনে ও পার্টির জন্য লাভজনক ব্যবসা হতে পারে। প্রাথমিকভাবে কিছু সরঞ্জাম ও স্থান নির্বাচন করার গুরুত্বপূর্ণ।

১১। সেলফি বুথ

বর্তমানে যে ইভেন্ট গুলো হয়ে থাকে সেখানে সেলফি বুথ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি সেলফি বুথ ভাড়া দিয়ে এই ছোট ব্যবসাটি শুরু করতে পারেন। পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিছু ফটো সরঞ্জাম, ব্যাকগ্রাউন্ড এবং সেটআপ করা সম্ভব হবে বিশেষ বিশেষ ইভেন্ট গুলিতে এটি খুবই আকর্ষণীয় হতে পারে।

১২। হোম কুকিং সার্ভিস

আপনি যদি রান্না করতে ভালবাসেন এবং আপনার রান্নার প্রতি দক্ষতা থাকে, তাহলে খুব সহজেই আপনি হোম কুকিং সার্ভিস চালু করে এ ব্যবসাটি শুরু করতে পারেন।এটা খুবই একটি লাভজনক ব্যবসা হতে পারে আপনার জন্য। শহরের ব্যস্ত জীবনে হোম কুকিং সার্ভিস খুব বড় একটা চাহিদা তৈরি করেছে।৫০ হাজার টাকার মধ্যে দিয়েই আপনি খুব সহজে হোম কুকিং সার্ভিস চালু করতে পারেন।

১৩। শখের জিনিস বিক্রি

আমাদের অনেকের মধ্যেই নতুন কিছু তৈরি করার সৃজনশীলতা থাকে। আপনার যদি নিজের কোন শখ থাকে এবং শখের বসে নতুন কোন কিছু তৈরি করতে পারেনঃযেমন হস্তশিল্প,কাস্টমাইড জিনিস এগুলো তৈরি করে খুব সহজে অনলাইন বা স্থানীয় দোকানে বিক্রি করতে পারেন।শুরুর দিকে খুব অল্প পুঁজি ৫০ হাজার টাকার মধ্যে দিয়েই এই ব্যবসা শুরু করা সম্ভব।

১৪। ডিজিটাল প্রোডাক্টস তৈরি

ডিজিটাল অনেক ধরনের পণ্য রয়েছে যেমনঃ ebook,online course, প্রিন্টেবল ডিজাইন বা সংগীত সৃষ্টি করতে পারেনএবং সেগুলি বিক্রি করতে পারেন।এটি খুবই একটি লাভজনক ব্যবসা।প্রাথমিকভাবে খরচ কম।আপনি খুব সহজেই ৫০ হাজার টাকার মধ্যে দিয়ে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে এ ব্যবসাটি শুরু করতে পারেন।

১৫।গ্রীন হাউজ ব্যবসা

আমরা অনেকে গাছ ভালোবেসে থাকি। গাছের প্রতি যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি গ্রীন হাউস তৈরি করে করতে পারেন।৫০ হাজার টাকায় এটি শুরু করা সম্ভব।আপনি ফুল শাক-সবজি এগুলো চাষ করতে পারেন এবং সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করতে পারবেন। গ্রীন হাউজ ব্যবসা অত্যন্ত লাভজনক।

১৬।  সেল্ফ ডিফেন্স ট্রেনিং

আগের তুলনায় বর্তমানে অনেক নারী-পুরুষ আছে যারা নিজেদেরকে বিভিন্ন সমস্যা,বিভিন্ন বিপদ আপদ থেকে সুরক্ষিত রাখতে  সেলফ ডিফেন্স ট্রেনিং নিয়ে থাকে। আপনি ৫০হাজার টাকায় সেলফ ডিফেন্স ট্রেনিং সেন্টার খুলে সেখানে ট্রেনিং ক্লাস শুরু করতে পারেন।শহরে সেল্ফ ডিফেন্স সেন্টারের অনেক চাহিদা রয়েছে।

১৭। কার্টুন এবং এনিমেশন

 অনেকেই আছে যারা আঁকাআকি করতে ভালোবাসে।আপনি যদি শিল্পী প্রেমী হয়ে থাকেন এবং অ্যানিমেশন সম্পর্কে আপনার সামান্য ধারনা থাকে তবে আপনাদের সামান্য সঠিক স্কিল দিয়ে এনিমেশন ব্যবসা শুরু করতে পারেন। ৫০হাজার টাকা দিয়ে আপনাকে কিছু সফটওয়্যার এবং মার্কেটিং খরচ দেয়া লাগবে এছাড়া আপনি কোম্পানিগুলোর জন্য কার্টুন বা অ্যানিমেশন অ্যাড রান করাতে পারেন।

১৮।অনলাইন পোশাক বিক্রি

বর্তমানে খুবই একটি জনপ্রিয় ব্যবসা হল অনলাইনে পোশাক বিক্রি। বর্তমানে অনলাইনে পোশাক বিক্রি ফেসবুক পেজে লাইভ এর মাধ্যমে একটি লাভজনক ব্যবসাতে পরিণত হয়েছে। যারা একদম নতুন এবং খুব সামান্য কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনলাইন পোশাক বিক্রি হতে পারে খুব একটি লাভজনক ব্যবসা।তারা ঘরে বসেই শাড়ি,থ্রি পিস,কুর্তি,বাচ্চাদের জামা কাপড় সহ আরো অনেক ধরনের পোশাক বিক্রি করতে পারেন। ৫০হাজার টাকা দিয়েই ছোট পরিসরে ব্যবসা শুরু করা সম্ভব।

১৯।কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট বিক্রি

বর্তমানে ঘরে বসে আয় করা খুবই সহজ। অনেকেই আছে যারা ঘরে বসে কসমেটিক্স ও বিউটি প্রোডাক্টস বিক্রি করে খুব ভালো পরিমাণে আয় করছেন। ফেসবুক পেজ খুলে লাইভে এসে পণ্য বিক্রি করা খুবই সহজ। বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টস,মেকআপ,চুলে যত্ন নেয়ার জন্য বিভিন্ন ধরনের পণ্য, ফেসওয়াস,লিপস্টিক ফাউন্ডেশন এগুলো ফেসবুক লাইভে এসে বিক্রি করতে পারেন।

২০। ফ্রিল্যান্সিং

আপনি যদি আর্টিকেল রাইটিং,ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, অনলাইনে কিছু কাজ জানার মত দক্ষতা থাকে তাহলে আপনি ঘরে বসেই খুব সহজে আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং করে বর্তমানে অনলাইনে কাজ পাওয়া যায় এবং কাজ শেষে টাকা পাওয়া যায়।এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে হাজার হাজার মানুষ কাজ করে টাকা ইনকাম করছে। শুরুতে ছোট কোন কাজ দিয়ে শুরু করা উচিত।

২১।শুটকি,ঘি,মসলা অনলাইনে বিক্রি

কিছু কিছু অথেনটিক প্রোডাক্ট আছে যেগুলো আমরা হাতের কাছে পাই না। সে পণ্যগুলো অনলাইনে বিক্রি করে আয় করা সম্ভব।আপনি যদি গ্রামের ,উপকূলীয় এলাকার খাঁটি এবং প্রাকৃতিক কিছু পণ্য সংগ্রহ করতে পারেন সেগুলো দিয়ে অনলাইনে বিক্রি করতে পারবেন। যেমনঃ ঘি, মধু, শুটকি মাছ, গুড়া মরিচ,হাতে তৈরি খাবার, কুমড়ো বড়ি, সিদল, চুই ঝাল এসব পণ্যের চাহিদা শহরে অনেক বেশি। whatsapp,messenger এ ছোট একটি পেজ খুলে এগুলো অর্ডার নিতে পারেন এবংছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে পণ্যের গুনাগুন ও দাম লিখে দিতে পারেন।

২২। পণ্য রিসেলিং ব্যবসা

বর্তমানে আমরা ফেসবুকে স্ক্রল করলে মাঝেমধ্যে দেখতে পাই যে কেউ জুতা, ব্যাগ, পোশাক অন্য কিছু বিক্রি করছে। এরা চীন থেকে পাইকারি কিনে আনে এবং বাজারে কম দামে facebook পেজে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে থাকে।আপনিও চাইলে বাংলাদেশের যে কোন পাইকারি মার্কেট।যেমনঃচাঁদনী চক, ইসলামপুর,নিউমার্কেট থেকে পণ্য কিনে নিজের নামে অনলাইনে বিক্রি করতে পারেন।৫০হাজার টাকা দিয়ে খুব সহজে এই ছোট ব্যবসাটি শুরু করতে পারেন।

২৩। গিফট বক্স কাস্টম সার্ভিস

আমরা সবাই বিভিন্ন উপলক্ষ যেমনঃজন্মদিন, বিবাহ বার্ষিকী, ভালোবাসা দিবসে গিফট দিয়ে থাকি। কিন্তু প্রিয় মানুষকে স্পেশাল দিনগুলোতে একটু স্পেশাল ভাবে শুভেচ্ছা জানাতে চাই।আপনি চাইলে এসব স্পেশাল দিনগুলোর জন্য স্পেশাল কিছু বক্স বা কাস্টমাইজড গিফট বক্স তৈরি করতে পারেন
। গিফট বক্সে গ্রাহকের পছন্দ অনুযায়ী চকলেট,ছবি,শুভেচ্ছা কার্ড,হাতের লেখা কার্ড থাকবে। খুব কম খরচে ঘরে বসে এ ব্যবসা শুরু করা যায় এবং এই ব্যবসায় লাভও ভালো হয়।

২৪।গ্রাফিক্স ডিজাইন সার্ভিস

অনলাইনে ইনকাম করার খুব ভালো একটা মাধ্যম হলো গ্রাফিক্স ডিজাইন। বাংলাদেশ যে পরিমাণ গ্রাফিক্স ডিজাইনার আছে অন্য কোন দেশে এত ডিজাইনার আছে কিনা আমার জানা নেই কারণ বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সিং সেক্টর শুরুই হয় গ্রাফিক্স ডিজাইন দিয়ে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন তাহলে ফেসবুক,পেজ,ইউটিউবারদের জন্য ডিজাইন বানিয়ে ইনকাম করার সুযোগ তৈরি করতে পারেন।

২৫। কনসাল্টেন্ট

আপনার যদি যেকোন একটা ক্যাটাগরিতে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কনসালটেন্ট ব্যবসা শুরু করতে পারেন।উদাহরণ হিসেবে বলা যায় যে, আপনারযদি ডিজিটাল মার্কেটিং নিয়ে আইডিয়া থাকে তাহলে আপনি এ ব্যবসা শুরু করতে পারেন।আপনি মার্কেটের বিভিন্ন কোম্পানিতে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে অর্ডার নিয়ে তাদের সার্ভিস প্রোভাইড করতে পারেন।

শেষ কথাঃ ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

আজকের এই আর্টিকেলটি পড়ে আমরা দেখলাম যে ৫০ হাজার টাকায় কিভাবে ২৫টি ব্যবসা শুরু করা সম্ভব। আপনি হয়তো প্রথমে ভাবছিলেন এত কম পুঁজি দিয়ে কিভাবে একটা ব্যবসা করা সম্ভব। কিন্তু এখন আপনি জানেন সঠিক আইডিয়া,সঠিক পরিকল্পনা থাকলে খুব সহজে আপনি আপনার ব্যবসাটি শুরু করতে পারেন।
এখন  আপনি ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া থেকে যেকোন একটি আইডিয়া বেছে নেন এবং শুরু করেন। মনে রাখবেন ব্যবসা কখনো ছোট থাকে ন।ছোট থেকে আস্তে আস্তে বড় হয়।আপনি যদি আপনার কাজের সঠিক পরিকল্পনা ও মনোযোগ দেন তাহলে আপনি একদিন সফল উদ্যোক্তা হয়ে উঠবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর্টিকেল সুত্রার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url