বিবাহ আমাদের সামাজিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় । বিবাহ কেবল দুটি
ব্যক্তি নয় দুটি পরিবারের মধ্যেও আজীবনের জন্য একটি সম্পর্ক সৃষ্টি করে। বিবাহ
আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় কারণ দুটি ব্যক্তি
তাদের সারা জীবন একে অন্যের জন্য শেয়ার করেন। আমরা কমবেশি সবাই
বিয়ের বিষয় নিয়ে জানতে আগ্রহী।আমাদের সবার মনে বিয়ে নিয়ে কৌতুহল
জাগে।
আমাদের সবার মনে একবার হলেও প্রশ্ন জাগে আচ্ছা,আমার বিবাহ কবে হবে?আবার
আমাদের অনেকের মনে এই প্রশ্ন আসে যে জন্ম তারিখ অনুযায়ী আমার বিবাহ
কবে হবে?
জন্ম তারিখ অনুযায়ী কবে বিবাহ হবে তা জানার উপাই আছে।সংখা তত্ত বা রাশি ফলের
সাহায্যে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারব কবে বিবাহ হবে এমনকি প্রেমের
বিয়ে নাকি পারিবারিক বিয়ে হবে সেটা ও জানা যায়।
পোস্ট সুচিপত্রঃজন্ম তারিখ অনুযায়ী বিবাহ
সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্ম তারিখ দিয়ে মুলাঙ্ক নির্ণয়
সংখ্যাতত্ত্ব দিয়ে মুলাঙ্ক নির্ণয় করার সূত্র হলো কোন ব্যক্তির
জন্ম মাস, দিন এবংসাল যোগ করতে হবে। উদাহরণ স্বরূপঃযদি তোমার জন্ম তারিখ
৪-০৬-২০০২ হয় তাহলে
৪+০+৬+২+০+০+২
=১৪
=১+৪=৫ ( মুলাঙ্ক তাহলে ৫)
সংখ্যাতত্ত্ব মূলত গণনা হয় মুলাঙ্ক এর ভিত্তিতে। মুলাঙ্ক হয় মূলত
১ থেকে ৯ পর্যন্ত। জন্ম তারিখের ওপর নির্ভর করে এই মুলাঙ্ক। যেমন
কারো জন্ম তারিখ যদি মাসের ২ তারিখ হয় তাহলে তার
মুলাঙ্ক হবে ২। আবার কারো জন্ম তারিখ যদি মাসের ১৭তারিখ হয় তাহলে ১ ও ৭ এর যোগফল
৮হবে মুলাঙ্ক।
১থেকে ৯পর্যন্ত জন্ম সংখ্যা বা মুলাঙ্কের ভিত্তিতে
বিবাহ কবে হবে বিশ্লেষণ
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ১
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ১ যাদের জন্ম তারিখ ১,১০,১৯ বা ২৮ এসকল ব্যক্তিদের জন্মগত নেতৃত্ব
ক্ষমতা রয়েছে । তারা নিজেদের সম্পর্কের বিষয় নিজেরাই সিদ্ধান্ত নিয়ে থাকেন। তারা নিজেদের সঙ্গীর ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে চায়
।এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোন কাজ করতে
চায় না। তারা নিজেদের জীবনে স্থিতিশীলতা পেতে চাই এমনকি তারা সাধারণত দেরিতে
বিয়ে করতে আগ্রহী। এই ব্যক্তিদের২৮থেকে ৩২ বছর বয়সের মধ্যে বিয়ের বিবাহ
করা সম্ভব না বেশি। এবং তাদের জন্য ২০২৫,২০২৬,২০২৭ সালে বিয়ে করা শুভ হবে।
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ২
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ২ যাদের জন্ম তারিখ ২,১১,২০,২৯তারিখে এ সকল ব্যক্তিরা
সংবেদনশীল আবেগপ্রবণ মেজাজি এবং পরিবার কেন্দ্রিক হয়ে থাকে ।নিজেই নিজের মর্জির
মালিক হয়ে থাকেন। এরা সব সময় নিজের সঙ্গে কে আঘাত না দিতে চেষ্টা কর...
সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা পরিবর্তে মনের কথা শুনেন। জীবনের শুরুতে এদের
ভালো সম্পর্ক তৈরি হয় ফলে ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে এদের বিয়ে করার
সম্ভাবনা থাকে।২০২৬ বা২০২৭ সাল বিয়ের জন্য ভালো হবে।
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৩
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৩ যাদের জন্ম তারিখ ৩,১২,২১,৩০
তারা ব্যবহারিক ও যথার্থ বাদী হন। এ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত
আবেগপ্রবণ হন না। বিবেক বুদ্ধি দিয়ে সমস্ত কিছু তারা বিবেচনা করে থাকে। তারা
সৃজনশীল মিশুক এবং কথা বলায় খুব পারদর্শী হয়। এরা দাম্পত্য জীবনে অনেক সৎ
হয়ে থাকেন ।সঙ্গীর জন্য সমস্ত কিছু করতে তারা রাজি থাকে। এরা মূলত
ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এরা ভালোবাসার ক্ষেত্রে
সিরিয়ার সাথে বেশি সময় নাই তাই এদের ক্ষেত্রে ৩০ বছরের পর বিয়ে করলে
সম্পর্ক বেশি টিকে।
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৪
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৪ যাদের জন্ম তারিখ ৪,১৩, ২২,
৩১ এসকল ব্যক্তিরা অদ্বিতীয় ব্যক্তির সম্পন্ন এরা খুব বেশি রোমান্টিক না
হলেও রোমান্টিক সুখের প্রতি এদের অধিক আগ্রহ থাকে। এদের পক্ষে একজনকে
ভালোবাসা কঠিন হয়ে পড়ে। তাই তারা অনেক সময় বিবাহিত সম্পর্কে
জড়িয়ে পড়েন। এ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অত্যন্ত
বাস্তববাদী এবং দায়িত্বশীল হয়ে থাকেন। অনেকে অল্প বয়সে বিয়ে
করে সংসার করতে পছন্দ করেন। তাদের ক্ষেত্রে ২৫ থেকে ৩০বছর বয়সের মধ্যে
বিয়ে হবে। এদের জন্য ২০২৮ বা ২০২৯ সালে বিয়ে করা উপযুক্ত সময়।
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৫
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৫যাদের জন্ম তারিখ ৫,১৪,২৩ এ সংখ্যা
তত্ত্ব অনুযায়ী এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রথাগত
সম্পর্ক পালন করে থাকেন তাই তারা দেখাশোনা করে পরিবারের সম্মতিতে
বিবাহ করে থাকেন। তবে এরা নিজেদের জীবনসঙ্গীকে খুশি রাখতে সচেষ্ট
থাকে।ভালোবাসার ক্ষেত্রে তারা নতুন পদ্ধতি অবলম্বন করে থাকেন। এরা
খুব চঞ্চল প্রকৃতির মানুষ হয়। এরা মুক্তচিন্তা ধারার মানুষ হয়
এবং ভ্রমণ করতে পছন্দ করে। তারা কোনো স্থায়ী সম্পর্কে যেতে
আগ্রহী হয় না তাই তাদের জন্য বিয়ে করা উত্তম ৩০ থেকে ৩৫ বছর
বয়সে। ২০২৭ বা ২০২৯সালের বিয়ে করলে সৌভাগ্য
বাড়বে।
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৬
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৬ যাদের জন্ম তারিখ ৬,১৫,২৪ তারা
অত্যন্ত গতিশীল হয়ে থাকেন। এরা অত্যন্ত সুন্দর মনমোহন এবং আকর্ষক
চরিত্রের হয়ে থাকে। বিয়েতে শারীরিক সম্পর্ক চেয়ে আবেগপ্রবণ
সম্পর্কে প্রতি এদের অধিক রুচি থাকে। এটা নিজেদের আকর্ষণ
ক্ষমতা ও বুদ্ধির দ্বারা অন্যদেরকে আকৃষ্ট করার অদ্ভত
ক্ষমতা রাখে। প্রেম, পরিবার এবং দায়িত্ব এই তিনটি জিনিসই
তাদের জীবনের প্রধান কেন্দ্রবিন্দু। ২১থেকে ২৭ বছর বয়সে
বিয়ের সম্ভাবনা থাকে বেশি। ২০২৬,২০২৭ বা ২০২৮ সাল বিয়ে করা শুভ
হবে।
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক 7
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৭ যাদের জন্ম তারিখ ৭,১৬,২৫ এসব
বাক্তিরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। তারা অত্যন্ত কম কথা
বলেন এবং নিজের জীবনে কি করবেন তা নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন । এই
তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্র্রেম করলেও বিয়ের
কথা শুনলে পিছিয়ে যান। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী পরিবারের
সম্মতি ক্রমে বা দেখাশোনা করে বিয়ে করা উচিত এসব
ব্যক্তিদের।গভীর চিন্তা শীল এবং আধ্যাত্মিক স্বাভাবিক মানুষ হয়ে
থাকেন তারা। তাই তাদের একটু দেরিতে বিয়ে অর্থাৎ ৩২ থেকে ৩৮
বছর বয়সে করা উচিত। তাহলে এসব ব্যক্তিদের ২০২৫,২০২৮ বা২০৩০ সালে
বিয়ে করা
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৮
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৮যাদের জন্ম তারিখ ৮,১৭,২৬তারা অত্যন্ত
বিশ্বস্ত সৎ গুন সম্পন্ন হয়ে থাকে। তাদের সঙ্গীরা তাদের ভুল
বুঝে থাকে এজন্য এসব ব্যক্তিরা ভেবেচিন্তে কাউকে
ভালোবেসে থাকেন। তবে একবার কাউকে ভালবেসে ফেলে তার সমস্ত কিছু করতে
প্রস্তুত থাকেন। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী এই তারিখে
জন্মগ্রহণকারী ব্যক্তিরা ৪ ও ৮ মুলাঙ্কের ব্যক্তিদের
আকৃষ্ট করতে পারে। তারা অত্যন্ত পরিশ্রমী হয়। এজন্য এরা
ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই তাদের দেরিতে বিয়ে
অর্থাৎ ৩২থেকে ৩৮ বছর বয়সের মধ্যে বিয়ে করা উচিত।
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৯
জন্ম সংখ্যা বা মুলাঙ্ক ৯ যাদের জন্ম তারিখ ৯,১৮,২৭ তারা প্রচুর
পরিমাণে আক্রমণাত্মক স্বভাবের হয় এবং প্রাণশক্তিতে ভরপুর থাকেন।
প্রেমময় জীবনে এতে প্রচুর পরিমাণে প্রত্যাশা ও দাবি থাকে। তারা
অত্যন্ত আবেগপ্রবণ ও দয়ালু স্বভাব বের হয়ে থাক। তারা
ভালোবাসায় অনেক বিশ্বাসী থাকে কিন্তু যদি একবার সম্পর্ক ভেঙে যায়
তাহলে তারা গভীরভাবে ভেঙে পড়ে। ২৫ থেকে ৩০ বছর বয়সে বিয়ে করলে
এদের জন্য সবচেয়ে ভালো হয়।তাহলে ২০২৫,২০২৬ বা ২০২৮ সাল এদের
বিয়ের জন্য শুভ হবে।
জন্ম তারিখ অনুযায়ী বিবাহ হওয়ার সম্ভাবনা নির্ধারণ করার
পদ্ধতি
-
আগে নিজের জন্ম তারিখ সঠিকভাবে জানতে হবে
-
তারপর জন্ম তারিখের সব সংখ্যাগুলোকে যোগ করে যোগফল বের
করতে হবে
-
প্রাপ্ত মান অনুযায়ী উপরিউক্ত বিশ্লেষণ করে বুঝে নিতে হবে
বিয়ের জন্য উপযুক্ত কিনা বা কবে বিবাহ হবে
ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহের উপযুক্ত সময়
ইসলামের দৃষ্টি কোন থেকে বিচার করলে বিয়ের জন্য কোন নির্ধারিত সময়
নেই। বিবাহের উপযুক্ত হলে বিয়ে দিতে হবে। ইসলামে বিয়ে কে
জীবনের অর্ধেক ঈমান রক্ষার পথ বলা হয়েছে। বিয়ে ছাড়া একজন
মানুষের জীবন হলো তার দিনের পথের অর্ধেক। কারণ বিয়ে ছাড়া তার
দিন অপরিপূর্ণ থাকে। ইসলামে বলা হয়েছে " যে বিয়ে করতে
সক্ষম ,সে যেন বিয়ে করে" অর্থাৎ যখন কেউ মানসিক ও আর্থিকভাবে
প্রস্তুত ,তখনই বিয়ে করা উত্তম।
তবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ।তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছু ভাল
জানেন। তকদিরে বিবাহ আছে কিনা সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন।
একমাত্র তিনিই জানেন কার ভাগ্যে কি নির্ধারিত আছে ।
সর্বশেষে বলি সাধারণত হিন্দু ধর্মের অনুসারীরা বিভিন্ন জ্যোতিষীর
শরণাপন্ন হন, যে জন্ম তারিখ অনুযায়ী কবে বিবাহ হবে। জ্যোতিষীরা
সংখ্যাতত্ত্ব, রাশিফল ইত্যাদির মাধ্যমে বিবাহ কবে হবে
কোন তারিখে হবে এগুলোর ভবিষ্যৎ পূর্বাভাস দিয়ে থাকে। তারিখ
অনুযায়ী বিবাহ কবে হবে অনুমান করা একটি মজার বিষয় হতে পারে
কিন্তু বাস্তবিক পক্ষে এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নাই। আমাদের জীবন
পরিচালনা হয় আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী।
amar biye kbe hbe apu.30.01.2000 date of birth amr
সব কিছু উপরে দেয়া আছে বের করে নেন